কাব্য
কাব্য [ kābya ] বি.
১. ভাবপ্রধান ও রসঘন বাক্য;
২. পদ্যসাহিত্য;
৩. কবিতাগ্রন্হ (রবীন্দ্রনাথের ‘পূরবী’ কাব্য);
৪. গদ্যে বা পদ্যে লিখিত ভাবাশ্রয়ী রসাত্মক রচনা (গদ্যকাব্য, নাট্যকাব্য, দৃশ্যকাব্য)।
[সং. কবি + য]।
কাব্যকলা–বি. কাব্য রচনার কৃতি বা কৌশল।
কাব্যজগত্–বি.
১. কবিসমাজ;
২. কবিকল্পিত জগত্, ভাবজগত্; কবিতায় প্রতিফলিত জগত্।কাব্যরস–বি. কবিতার রস অর্থাত্ মাধুর্য।
কাব্যরসিক–বি. কাব্যরস উপলব্ধি করতে পারে এমন ব্যক্তি।
কাব্যানুশীলন, কাব্যালোচনা–বি. কাব্য সম্বন্ধে চর্চা বা আলোচনা; কাব্যচর্চা।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...