কক্ষ
কক্ষ [ kakṣa ] বি.
১. ঘর, প্রকোষ্ঠ, কামরা;
২. বাহুমূল, বগল (কক্ষপুট);
৩. গ্রহগুলির পরিভ্রমণপথ, orbit (কক্ষচ্যুত নক্ষত্র);
৪. (উদ্ভি.) কাণ্ড ও পাতার মধ্যেকার কোণ, axil.
[সং. কষ্ + স]।
কক্ষচ্যুত, কক্ষভ্রষ্ট–বিণ. কক্ষ বা নির্দিষ্ট পথ থেকে পতিত বা বিচ্যুত।
কক্ষতল–বি.
১. গৃহতল, ঘরের মেঝে;
২. বগল।
কক্ষপুট–বি. বগল।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...