এদিক
এদিক [ ēdika ] বি.
১. এই দিক; এই দেশ অঞ্চল বা স্হান;
২. এই পক্ষ (আমি এদিকের হয়ে লড়ব)।
[বাং. এ (এই) + সং. দিক্]।
এদিক-ওদিক–বি. ক্রি-বিণ.
১. চার দিক (এদিক-ওদিক থেকে খবর আসছে);
২. ইতস্তত (তুমি এদিক-ওদিক করছ কেন?);
৩. ত্রুটি (একটু এদিক-ওদিক হলে কী আসে যায়?)।
এদিকে–ক্রি-বিণ.
১. এই দিকে, অঞ্চলে বা স্হানে;
২. এই পক্ষে;
৩. এই সঙ্গে;
৪. এই অবস্হায়;
৫. পক্ষান্তরে (ঘরে হাঁড়ি চড়ে না, এদিকে বাবুর বিলাসের ধুম কত)।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...