এখন

এখন [ ēkhana ] ক্রি-বিণ.
১. এইসময়ে; বর্তমান কালে, অধুনা, সম্প্রতি;
২. এবার, এই অবস্হায় (ক্ষতি যা হবার হয়েছে, এখন কী করা যায়);
৩. এতক্ষণে, এত পরে (এখন বুঝি খেয়াল হল?);
৪. পরে কোনোএক সময় (যাব এখন, করব এখন)।

বি. এইসময়, বর্তমান কাল (এখন শীতকাল)।

অব্য. (সচ. নতুন বাক্যের সূচনায়) আসলে, প্রকৃতপক্ষে (এখন কথা হল, সে আসবে না)।

[বাং. এ (=এই) + খন (সং ক্ষণ)]।

এখনই, এখনি, (কথ্য) এখুনি–ক্রি-বিণ. এই মুহূর্তে।

এখনও, এখনো–ক্রি-বিণ. বর্তমান সময় পর্যন্ত; এই অবস্হায়ত্ত; এই ঘটনা বা যুক্তির পরেও; এর পরেও (এখনও কি বলবে সে নির্দোষ?)।

এখনকার–বিণ. বর্তমানের, ইদানীন্তন।

এখন-তখন–বিণ. মুমূর্ষু (রোগীর এখন-তখন অবস্হা)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post