এঁড়ে

এঁড়ে [ ēn̐ḍē ] বি. বলদ, ষাঁড়, বৃষ।

বিণ.
১. পুরুষজাতীয় (এঁড়ে বাছুর);
২. ষাঁড়ের মতো তীব্রগম্ভীর ধ্বনিবিশিষ্ট (এঁড়ে গলা);
৩. ক্রুদ্ধ ষাঁড়ের মতো দুর্দমনীয় বা একরোখা (এঁড়ে লোক)।

[সং. অণ্ড + বাং. ইয়া > এ]।

এঁড়েতর্ক–বি. একগুঁয়ে লোকের যুক্তিহীন তর্ক।

এঁড়ে লাগা–ক্রি. বি. (শিশুদের) মাতৃস্তন্যের অভাবে অজীর্ণ রোগে আক্রান্ত হওয়া।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...