উষ্ণ

উষ্ণ [ uşņa ] বি.
১. তাপ;
২. রৌদ্র;
৩. গ্রীষ্মকাল, (উষ্ণপ্রধান অঞ্চল, উষ্ণাগম)।

বিণ.
১. তপ্ত, গরম;
২. প্রখর; ৩. ক্রুদ্ধ।

[সং. √ উষ্ + ণ]।

উষ্ণতা, উষ্ণত্ব–বি. তাপ; তাপমাত্রা, temperature (বি. প.)।

উষ্ণপ্রস্রবণ–বি. গরম জলের ঝরনা।

উষ্ণবীর্য–বিণ. তেজস্কর; উত্তেজক।

বি. সূর্য।

উষ্ণমণ্ডল–বি. গ্রীষ্মপ্রধান অঞ্চল।

উষ্ণাগম–বি.
১. গ্রীষ্মের আবির্ভাব;
২. গ্রীষ্মকাল।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...