উলুখাগড়া
উলুখাগড়া [ ulu-khāgaḍā ] বি.
১. উলুখড় ও নল;
২. বাজে লোক;
৩. গরীব লোক;
৪. নিরীহ ও অকিঞ্চিত্কর লোক।
[বাং. উলু + খাগড়া]।
রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়–(উক্তি) রাজা নেতা বা শীর্ষস্হানীয় লোকদের বিবাদ বা সংঘর্ষে সাধারণ মানুষেরই বেশি কষ্ট সইতে হয়।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...