উপর

উপর [ upara ] বি.
১. ঊর্ধ্বভাগ, উপরিভাগ (জলের উপরটা দেখো);
২. চল, ছাদ।

বিণ.
১. ঊর্ধ্বে স্হিত; উচ্চ (উপরমহল);
২. অতিরিক্ত, বাড়তি (উপর-পাওনা)।

অব্য. প্রতি (প্রজাদের উপর জমিদারের অত্যাচার)।

[সং. উপরি]।

উপরঅলা, উপরওয়ালা–বিণ. ঊর্ধ্বতন।

বি. ঊর্ধ্বতন কর্মচারী।

[বাং. উপর + ফা. বালা]।

উপরউপর–অব্য. ক্রি-বিণ. বিণ. ভাসাভাসা, আলগা আলগা, অগভীরভাবে (বইখানা উপর-উপর দেখেছি)।

উপরচড়া, উপরচড়াও–বিণ. ক্রি-বিণ. অকারণ; গায়ে-পড়া; গায়ে পড়ে (উপর চড়া হয়ে ঝগড়া করা, লোকটি ভারি উপর-চড়া)।

উপরচাল–বি.
১. লোক-দেখানো ভাবভঙ্গি;
২. (দাবা খেলায়) দর্শকের বলে-দেওয়া চাল।

উপরচালাক–বিণ. (যথার্থ বুদ্ধিমান না হয়েও) মাত্রাধিক চালাকি করে এমন; ফাজিল।

উপরটপকা–বিণ. ক্রি-বিণ.
১. উপর-উপর;
২. উপর-পড়া।

উপরতলা–বি.
১. পাকা বাড়ির একতলার উপরের অংশ;
২. (আল.) সম্পন্ন বা ধনী লোকের অবস্হান (উপরতলার লোক)।

উপরনীচ করা–ক্রি. বি. বারবার ওঠা ও নামা।

উপরপড়া–বিণ. স্বয়ংপ্রবৃত্ত, উপযাচক।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...