উপপাদন

উপপাদন [ upa-pādana ] বি.
১. মীমাংসা সাধন;
২. সম্পাদন;
৩. প্রতিপাদন, যুক্তির সাহায্যে সমর্থন।

[সং. উপ + √ পাদি (√ পদ্ + ণিচ্) + অন]।

উপপাদক–বিণ. মীমাংসাকারী; সম্পাদনকারী।

উপপাদনীয়–বিণ. উপপাদনের যোগ্য; প্রতিপাদ্য; সম্পাদন করতে হবে বা করার যোগ্য এমন।

উপপাদ্য–বিণ. উপপাদনীয়।

বি. (জ্যামি.) যথার্থ বলে প্রমাণ করতে হবে এমন প্রতিজ্ঞা, theorem.

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...