উন্নত

উন্নত [ unnata ] বিণ.
১. উত্থিত;
২. উঁচু (উন্নতমস্তক, উন্নত বৃক্ষশাখা);
৩. শ্রীবৃদ্ধিসম্পন্ন;
৪. ভাগ্যবান;
৫. মহত্, উদার (উন্নতহৃদয়);
৬. শক্তি ও সমৃদ্ধির প্রাচুর্যবিশিষ্ট (উন্নত দেশ)।

[সং. উত্ + নত]।

উন্নতি–বি.
১. শ্রীবৃদ্ধি;
২. উঁচু অবস্হা বা অবস্হান;
৩. সমৃদ্ধ অবস্হা, সৌভাগ্য;
৪. অভ্যুদয়। 

উন্নতিবিধান–বি. সমৃদ্ধিশালী বা শ্রীবৃদ্ধিযুক্ত করা।

উন্নতশীল–বিণ. যার উন্নতি ঘটছে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...