উদয়
উদয় [ udaỷa ] বি.
১. আবির্ভাব, প্রথম প্রকাশ (সূর্যোদয়, সৌভাগ্যের উদয়);
২. উত্পত্তি, লাভ (ফলোদয়);
৩. উত্কর্ষ, উন্নতি (উদয়ের পথে);
৪. সঞ্চার, উদ্রেক (দয়ার উদয়, চেতনার উদয়)।
[সং. উত্ + √ ই + অ]।
উদয়গিরি, উদয়াচল–বি. পূর্ব দিকের যে কল্পিত পর্বত থেকে সূর্যের উদয় হয়।
উদয়াস্ত–ক্রি. বিণ. দিনভোর, সকাল থেকে বিকেল পর্যন্ত, সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত।
বি. সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত সময়; উদয় ও অস্ত।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...