উদ্যম
উদ্যম [ udyama ] বি.
১. উত্সাহ;
২. উদ্যোগ, চেষ্টা;
৩. অধ্যবসায়;
৪. উপক্রম (কর্মের উদ্যম)।
[সং. উত্ + √ যম্ + অ]।
উদ্যমশীল–বিণ. চেষ্টা বা প্রযত্ন আছে এমন; উদ্যমী।
উদ্যমহীন–বিণ. চেষ্টা নেই এমন।
বি. উদ্যমহীনতা।
উদ্যমী–বিণ. উদ্যমশীল।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...