উদ্দিষ্ট

উদ্দিষ্ট [ uddişţa ] বিণ.
১. যাকে উদ্দেশ্য করা হয়েছে, লক্ষ্যীকৃত (উদ্দিষ্ট ব্যক্তি);
২. অভীষ্ট (উদ্দিষ্ট লক্ষ্য);
৩. যাকে অন্বেষণ বা খোঁজ করা হয়েছে।

[সং. উত্ + √ দিশ্ + ত]।

বি. উদ্দেশ

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...