উদার

উদার [ udāra ] বিণ.
১. মহত্, উচ্চ, প্রশস্ত (উদারহৃদয়, উদার আকাশ);
২. দানশীল, বদান্য;
৩. করুণাপূর্ণ;
৪. সংকীর্ণতাশূন্য (উদার প্রকৃতি, উদার নীতি)।

[সং. উত্ + আ + √ ঋ + অ]।

বি. উদারতা

উদারচরিত্র–বিণ. চরিত্রে উদারতা আছে এমন।

উদারচিত্ত, উদারচেতা, উদারমতি, উদারমনা–বিণ. অন্তর উদারতার পূর্ণ এমন; উন্নতমনা; বদান্য; সংকীর্ণতামুক্ত।

উদারনীতি–বি. সংকীর্ণতামুক্ত নীতি, liberal policy.

বিণ. উদারনীতিক, উদারনৈতিক

উদারপন্হী–বিণ. বি. উদারনীতি অনুসরণ করে এমন; উদারনৈতিক।

উদারস্বভাব–বিণ. উদারমনা; উদারচিত্ত।

উদারহৃদয়–বিণ. যার হৃদয় উদারতার ভরা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post