উজান
উজান [ ujāna ] বি. স্রোতের বিপরীত দিক (উজান স্রোতে গুণ টানা); জোয়ার।
[< সং. উদযান]।
উজানভাটি–বি. জোয়ারভাটা।
উজানি–বি.
১. উজানস্রোত, জোয়ার;
২. উঁচুভূমি;
৩. দুপুরবেলা।
উজানিভাটানি–বি. অনুকূল ও প্রতিকূল স্রোত।
উজানো–ক্রি. স্রোতের উলটো দিকে যাওয়া; বিপরীত দিকে যাওয়া (এখন আবার উজিয়ে অতটা পথ যেতে হবে?)।
বি. বিপরীত দিকে গমন।
বিণ. বিপরীত দিকে যাচ্ছে বা গেছে এমন।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...