উচ্ছ্বেসন

উচ্ছ্বেসন [ ucchbēsana ] বি.
১. উস;
২. স্ফীতি;
৩. ভাবের স্ফুরণ;
৪. শ্বাসপ্রশ্বাস ক্রিয়া।

[সং. উত্ + শ্বসন]।

উচ্ছ্বসা–ক্রি. উচ্ছ্বসিত হওয়া।

উচ্ছ্বসিত–বিণ.
১. স্ফীত;
২. ভাবাবেগে আকুল (উচ্ছ্বসিত প্রশংসা);
৩. উত্ফুল্ল।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...