উচ্ছল
উচ্ছল [ ucchala ] বিণ.
১. দোলায়িত;
২. প্রাণবন্ত, হাসিখুশি (উচ্ছল স্বভাবের মেয়ে, প্রাণোচ্ছল);
৩. চারদিকে ছড়িয়ে পড়েছে এমন, উথলে উঠেছে এমন (‘উচ্ছল নদীজল’);
৪. ফুলে উঠেছে এমন, স্ফীত (ফেনোচ্ছল)।
[সং. উত্ + √ শল্ + অ]।
উচ্ছলতা–বি. দোলায়িত ভাব; প্রাণবন্ত ভাব; উচ্ছ্বাস; উথলে ওঠার অবস্হা বা ভাব।
উচ্ছলিত–বিণ. দোলিত; উচ্ছ্বসিত; ফুলে বা উথলে উঠেছে এমন; স্ফীত।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...