ইতর
ইতর [ itara ] বিণ.
১. (মূল অর্থে) অন্য, অপর, ভিন্ন (বামেতর);
২. নীচ, অধম (ইতর লোক);
৩. নিম্নশ্রেণীভুক্ত (ইতর প্রাণী)।
[সং. √ ই + তর]।
বি. ইতরতা।
ইতরবিশেষ–বি. কিছুমাত্র পার্থক্য, সামান্য তফাত (দুজনের রুচির তেমন ইতরবিশেষ নেই)।
ইতরভাষা–বি. অপভাষা, অশিষ্ট ভাষা।
ইতরামি, ইতরাম–বি. নীচ বা অশিষ্ট আচরণ।
ইতরেতর–বিণ. পরস্পর, অন্যোন্য।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...