আড়া
আড়া১ [ āḍā ] বি.
১. আকৃতি, ডৌল, ছাঁচ (বেআড়া);
২. প্রকার, ধরন।
[সং. আকার]।
আড়া২ [ āḍā ] বি. ধান গম ইত্যাদির পরিমাণবিশেষ।
[সং. আঢক]।
আড়া৩ [ āḍā ] বি.
১. ডাঙা, কিনারা;
২. আড়কাঠ;
৩. কাপড় ইত্যাদি রাখার আড়, সাঙা।
[দেশি]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...