আড়

আড় [ ā ] বি. ট্যাংরাজাতীয় বড় মাছ বিশেষ।

[দেশি]।

আড় [ ā ] বি. আড়াল (‘তেপান্তরে পাহাড়ের আড়ে দেখেছি সূর্যের যাত্রা’: বিষ্ণু)।

[সং. অন্তরাল; হি. আড়]।
আড় [ ā ] বিণ. অপর; বিপরীত (আড়পার)। [সং. তু. হি. আর]।

আড় [ ā ] বি.
১. প্রস্হ, পার্শ্ব (তক্তাটি লম্বায় ছফুট আর আড়ে এক ফুট);
২. কাপড়জামা রাখবার বা পাখির বসবার দণ্ড।

[দেশি]।

আড় [ ā. ] বি ণ. তেরছা, বাঁকা, তির্যক (আড়চোখে তাকানো)।

বি. দেহের বা উচ্চারণের জড়তা (কথার আড়)।

[সং. অরাল; তু. হি. আড়]।

আড় ভাঙা–ক্রি. বি. ১. সোজা করা; ২. (দেহের বা উচ্চারণের) জড়তা দূর করা।

আড় হওয়া–ক্রি. বি. কাত হয়ে শোয়া বা দাঁড়ানো।

আড়কোলা–বিণ. পাঁজাকোলা, শিশুকে দুধ খাওয়ানোর সময় বা তাকে যেভাবে কোলে শোয়ানো হয় সেইভাবে শায়িত।

আড়খেমটা–বি. সংগীত নৃত্য প্রভৃতির তালবিশেষ।

আড়ঘোমটা–বি. আধাআধি টানা ঘোমটা, অর্ধ-অবগুণ্ঠন।

আড়চোখ, আড়নয়ন–বি. কটাক্ষ, চোরা-চাহনি।

আড়পাগলা–বিণ. আধপাগল, পাগলাটে।

আড়মোড়া–বি. শরীর সোজা করে আড়ষ্টতা ও জড়তা ভাঙা।

আড়বাঁশি–বি. আড়ভাবে বা আড়াআড়িভাবে ধরে যে বাঁশি বাজাতে হয়।

আড়কাঠি, আড়কাটি [ ā-kāţhi, ā-kāţi ] বি.
১. খনি কারখানা প্রভৃতির জন্য মজুর সংগ্রহকারী, recruiter;
২. তাঁতের মাকু;
৩. নদীর চড়া প্রভৃতি সম্বন্ধে সতর্ক করার জন্য পুঁতে রাখা দণ্ড বা লাঠি;
৪. কর্ণধার;
৫. বন্দরের কাছে জাহাজের পথপ্রদর্শক।

[দেশি]।

আড়কাঠ [ ā-kāţha ] বি. কড়িকাঠ।

[দেশি]।
আড়কোলা [ ākōlā ] আড় দ্রঃ।

আড়গড়া [ ā-gaā ] বি.
১. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা;
২. অশ্বপালনের প্রতিষ্ঠান বা কেন্দ্র।

[হি. অড়্গড়া]।

আড়ঙ্গ [ āńga ] আড়ং দ্রঃ।

আড়চোখ [ ācōkha ] আড় দ্রঃ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post