আহ্লাদ

আহ্লাদ [ āhlāda ] বি.
১. আনন্দ, হর্ষ (আহ্লাদে আটখানা);
২. মজা;
৩. স্নেহ বা আশকারা (বেশি আহ্লাদ পেলে ছেলে বিগড়ে যাবে, আহ্লাদ পেলে কুকুর মাথায় ওঠে)।

[সং. আ + √ হ্লাদ্ + অ]।

আহ্লাদন–বি. আহ্লাদ উত্পাদন।

আহ্লাদিত–বিণ. আনন্দিত, হৃষ্ট।

আহ্লাদী (-দিন্)–বিণ. (স্ত্রী.)
১. আমোদপ্রিয়া;
২. নেকি;
৩. অতিরিক্ত স্নেহ বা আশকারা পেয়েছে এমন।

পুং. আহ্লাদে।

আহ্লাদে আটখানা–আনন্দে আত্মহারা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...