আহার

আহার [ āhāra ] বি.
১. খাদ্যগ্রহণ, ভোজন;
২. খাদ্য (আহার জোটানো);
৩. আহরণ, সংগ্রহ।

[সং. আ + √ হৃ + অ]।

আহারবিহার–বি. ভোজন ও ভ্রমণ; খাওয়াদাওয়া।

আহারান্ত–বি. আহারের বা ভোজনের শেষ।

আহারার্থী (-র্থিন্)–বিণ. বি. ভোজন করতে ইচ্ছুক, খেতে চায় এমন (ব্যক্তি)।

আহারী (-রিন্)–বিণ.
১. ভোজনকারী (মিতাহারী);
২. প্রচুর আহার করতে পারে এমন।

আহারীয়–বিণ. ভোজনের যোগ্য।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...