আসা

আসা [ āsā ] বি. লাঠি বা দণ্ড; রাজদণ্ড।

[আ. আসা]।

আসানড়ি–বি. লাঠি।

আসাবরদার–বি. রাজদণ্ডধারী, দণ্ডধারী।

আসাসোঁটা–বি. রাজদণ্ড।

আসা [ āsā ] ক্রি.
১. আগমন করা, উপস্হিত হওয়া (বাড়ি আসবে);
২. সাধ্যে কুলানো, পটুতা থাকা (গানবাজনা আমার আসে না);
৩. জোগানো (মাথায় একটা বুদ্ধি এসেছে);
৪. উদয় হওয়া (মনে আসা, হাসি আসছে);
৫. আয় হওয়া (অনেক টাকা এসেছে);
৬. শুরু হওয়া (ফুরিয়ে আসছে, মাঘের শেষে বসন্ত আসে);
৭. ঘটা (বিপদ আসছে);
৮. উপযোগী হওয়া, কাজে লাগা (ঘড়িটা কাজে আসছে না);
৯. প্রবেশ করা, ঢোকা (জানলা দিয়ে আলো আসে)।

বিণ.
১. আগত (ডাকে-আসা চিঠি);
২. গত, সমাপ্ত (নিবে-আসা আলো)।

বি. আগমন (তার আমার আশায় আছি)।

[বাং. √ আস্ + আ]।

আসাআসি, আসাযাওয়া–বি.
১. যাতায়াত, আসা ও যাওয়া;
২. মেলামেশা (দুই পরিবারের মধ্যে তেমন আসা-যাওয়া নেই)।

কথা আসা–ক্রি. বি. কথাবার্তা বা উত্তর জোগানো (মুখে কথা আসছে না)।

কানে আসা–ক্রি. বি. শুনতে পাওয়া, কর্ণগোচর হওয়া (কথাটা কানে এল)।

পেটে আসা–ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া, গর্ভসঞ্চার হওয়া (সেই বছরই ছেলেটা পেটে এল)।

বলে আসা–ক্রি. বি. অনুমতি নিয়ে আসা বা জানিয়ে আসা।

মনে আসা–ক্রি. বি. স্মরণ হওয়া, মনে পড়া।

মাথায় আসা–ক্রি. বি. বুঝতে পারা।

মুখে আসা–ক্রি. বি. উচ্চারিত হওয়া বা মুখে জোগানো।

হাতে আসা–ক্রি. বি. অধিকারে বা আয়ত্তে আসা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post