আমানত
আমানত [ āmānata ] বি. কারও কাছে গচ্ছিত বা জমা রাখা হয়েছে এমন ধন বা অন্য বস্তু (আমানতের পরিমাণ, বিপুল আমানত)।
বিণ. গচ্ছিত. মজুত, জমা (আমানত টাকা)।
[আ. আমানত্]।
আমানত রাখা, আমানত করা–ক্রি. বি. জমা দেওয়া, গচ্ছিত রাখা।
আমানতি–বিণ. গচ্ছিত বা জমা রাখা হয়েছে এমন (আমানতি টাকা)।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...