আবিষ্করণ
আবিষ্করণ, আবিষ্কার, আবিষ্ক্রিয়া [ ābişkaraņa, ābişkāra, ābişkriỷā ] বি. অপ্রকাশিত বা অজ্ঞাত বস্তু বা বিষয়ের প্রকাশ বা সন্ধানলাভ; কোনো অজানা বিষয় বা বস্তুর সম্পর্কে প্রথম জ্ঞানলাভ; উদ্ভাবন, discovery invention (আমেরিকা আবিষ্কার, বেতারযন্ত্রের আবিষ্কার, নতুন তথ্য আবিষ্কার)।
[সং. আবিস্ + √কৃ + অন, অ, ক্রিয়া]।
আবিষ্করণীয়–বিণ. আবিষ্কারের যোগ্য; আবিষ্কার, করতে হবে বা করা উচিত এমন।
আবিষ্কর্তা (-র্তৃ), আবিষ্কারক–বি. যে আবিষ্কার করে বা করছে; উদ্ভাবক।
আবিষ্কৃত–বিণ. আবিষ্কার করা হয়েছে এমন (নবাবিষ্কৃত তথ্য)।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...