আবর্তন
আবর্তন [ ābartana ] বিণ.
১. ঘূর্ণন; চক্রাকারে ভ্রমণ (গ্রহ-উপগ্রহের আবর্তন);
২. পরিভ্রমণ;
৩. প্রত্যাবর্তন;
৪. আলোড়ন, ঘোঁটন;
৫. বারবার করা।
[সং. আ + √বৃত + অন]।
আবর্তনদণ্ড, আবর্তনী–বি. মন্হনদণ্ড, ঘোঁটনকাঠি, যা দিয়ে মন্হন বা ঘোঁটা হয়।
আবর্তমান–বিণ. আবর্তন করছে বা ঘুরেফিরে আসছে এমন (আবর্তমান গ্রহ-উপগ্রহ)।
আবর্তা–ক্রি. আবর্তন করা বা হওয়া।
আবর্তিত–বিণ. আবর্তন করা হয়েছে এমন।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...