আদেশ

আদেশ [ ādēśa ] বি.
১. আজ্ঞা, হুকুম;
২. অনুমতি;
৩. অনুশাসন; উপদেশ;
৪. নিয়োগ;
৫. (ব্যাক.) এক শব্দাংশের স্হানে অন্য শব্দাংশের বিধান।

[সং. আ + √ দিশ্ + অ]।

আদেশক–বিণ. বি. যে আদেশ দেয়।

আদেশন–বি. আদেশ করা বা দেওয়া।

আদেশপত্র, আদেশনামা–বি. হুকুমনামা, যে পত্রে আদেশ লেখা হয়।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...