আদা
আদা [ ādā ] বি. মশলা হিসাবে ব্যবহৃত ঝাঁঝালো কন্দজাতীয় মূলবিশেষ, ginger.
[সং. আর্দ্রক]।
আদা-জল খেয়ে লাগা–ক্রি. বি বিপুল উদ্যমের সঙ্গে কাজে নেমে পড়া।
আদায়-কাঁচকলায়–পরস্পর চিরশত্রুতা, সাপে-নেউলে।
আদার ব্যাপারী–বি. খুব ছোট ব্যবসায়ী; অতি তুচ্ছ লোক।
আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কী–তুচ্ছ লোকের বড় ব্যাপারে মাথা গলানো অনুচিত।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...