আড্ডা

আড্ডা [ āā ] বি.
১. বাসস্হান;
২. মিলনস্হল (চোরের আড্ডা);
৩. গল্পগুজব;
৪. গল্পগুজব করার জায়গা, বৈঠক (আমাদের চায়ের আড্ডায় এসো)।

[দেশি]।

আড্ডা গাড়া–ক্রি. বি. বাসা বাঁধা (এক সন্ন্যাসী এখানে আড্ডা গেড়েছেন)।

আড্ডা দেয়া, আড্ডা মারা [ āā dēōỷā, āā mārā ] ক্রি. বি. দলবদ্ধ হয়ে রঙ্গতামাসা করা; আড্ডায় যোগদান করা; বৃথা গল্পগুজবে কালক্ষেপ করা; দল বেঁধে গল্পগুজব করা; গল্পগুজব করে সময় কাটানো।

আড্ডাধারী–বি. আড্ডার প্রধান ব্যক্তি; যে ব্যক্তি নিয়মিত আড্ডা দেয়।

আড্ডাবাজ–বিণ. নিয়মিত আড্ডা দিয়ে বা গল্পগুজব করে সময় কাটাতে ভালোবাসে এমন; আড্ডা দিয়ে সময় নষ্ট করে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...