আটকানো

আটকানো [ āţakānō ] ক্রি.
১. আটকে রাখা, অবরুদ্ধ করা (খোঁয়াড়ে আটকানো);
২. বাধাপ্রাপ্ত হওয়া, বাধা পাওয়া (মুখে কথা আটকায় না);
৩. লাগানো, সংবদ্ধ করা (দেওয়ালে ছবি আটকানো);
৪. বাধা দেওয়া (বন্যা আটকানো);
৫. বেধে যাওয়া (ঘুড়িটি গাছে আটকে গেছে)।

বি. বিণ. উক্ত অর্থে।

[বাং. আটক নামধাতু √ আটকা + আনো]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post