অস্বীকার

অস্বীকার [ asbīkāra ] বি.
১. না মানা (দোষ অস্বীকার);
২. অপলাপ, denial (ঋণ অস্বীকার);
৩. অসম্মতি বা অমত প্রকাশ (সেখানে যেতে অস্বীকার করল);
৪. প্রত্যাখ্যান (এতকালের বন্ধুত্ব সে অস্বীকার করল)।

[সং. ন + স্বীকার]।

অস্বীকৃত–বিণ. অস্বীকার করা হয়েছে এমন; স্বীকার করেনি বা প্রত্যাখ্যান করেছে এমন।

বি. অস্বীকৃতি।

অস্বীকার্য–বিণ. স্বীকারের অযোগ্য।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...