অস্ফুট

অস্ফুট [ asphuţa ] বিণ.
১. ফোটেনি এমন, বিকশিত হয়নি এমন (অস্ফুট কলি);
২. অপরিস্ফুট; আধো-আধো (শিশুর অস্ফুট ভাষা);
৩. অস্পষ্ট (‘কোলাহলের অস্ফুট ধ্বনি’: রবীন্দ্র)।

[সং. ন + √ স্ফুট + অ]।

অস্ফুটবাক, অস্ফুটবাক্–বিণ. অস্পষ্ট বা আধো-আধো কথা বলে এমন।

অস্ফুটে–ক্রি-বিণ. অস্পষ্টভাবে (‘অস্ফুটে বারংবার কহিতে লাগিল’: শরত্)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...