অস্ত্র

অস্ত্র [ astra ] বি. যার দ্বারা অন্যকে আঘাত বা প্রহার করা হয়; হাতিয়ার আয়ুধ; যার সাহায্যে কিছু কাটা যায় (ছুতারের অস্ত্র); (আল.) উদ্দেশ্যসাধনের জন্য যন্ত্রের মতো ব্যবহৃত ব্যক্তি (এ কাজে সে-ই আমার প্রধান অস্ত্র)।

[সং. √ অস্ + ত্র]।

অস্ত্র করা–ক্রি. বি. অস্ত্রের সাহায্যে চিকিত্সা করা, অস্ত্রোপচার করা, অপারেশন করা।

অস্ত্রক্ষত–বি. অস্ত্রের সাহায্যে বা অস্ত্রের আঘাতে সৃষ্ট ক্ষত।

অস্ত্রগুরু–বি. অস্ত্রচালনার শিক্ষাদাতা।

অস্ত্রচিকিত্সক–বি. যিনি রোগীর দেহে অস্ত্রোপচার করেন, surgeon.

অস্ত্রচিকিত্সা–বি. রোগীর দেহে অস্ত্রচালনার দ্বারা চিকিত্সা, surgery, শল্যচিকিত্সা।

অস্ত্রজীবি (-বিন্)–বি. সৈনিক।

অস্ত্রত্যাগ–বি. ১. প্রতিপক্ষকে অস্ত্রের আঘাত না করার সিদ্ধান্ত; যুদ্ধ বর্জন; ২. আঘাত করার উদ্দেশ্যে (শত্রুর প্রতি) অস্ত্র নিক্ষেপ।

অস্ত্রধারণ–বি. অস্ত্রগ্রহণ।

অস্ত্রধারী (-রিন্)–বিণ. সশস্ত্র (অস্ত্রধারী পুলিশ)।

অস্ত্রনিবারণ–বি. অস্ত্রের আঘাত রোধ (অর্জুন বাণ ছুড়ে কর্ণের অস্ত্রনিবারণ করলেন)।

অস্ত্রপাণি–বিণ. হাতে অস্ত্র আছে এমন, অস্ত্রধারী।

অস্ত্রবিদ  (-বিদ্), অস্ত্রবিত্–বিণ. অস্ত্রচালনায় পটু; অস্ত্রের বিষয়ে ভালো জানে এমন।

অস্ত্রবৃষ্টি–বি. বৃষ্টির ধারার মতো ঝাঁকে ঝাঁকে অস্ত্র ছোড়া।

অস্ত্রলেখা–বি. অস্ত্রের ক্ষত বা দাগ।

অস্ত্রশস্ত্র–বি. নানারকম হাতিয়ার (যা ছোড়া হয় তা অস্ত্র এবং যা হাতে ধরা থাকে তা শস্ত্র; তবে বাংলায় এই পার্থক্য মনে রাখা হয় না।

অস্ত্রশিক্ষা–বি. অস্ত্রচালনা শিক্ষা।

অস্ত্রসংবরণ–বি. অস্ত্রত্যাগ।

অস্ত্রহীন–বিণ. নিরস্ত্র।

অস্ত্রাগার–বি. অস্ত্রশস্ত্র রাখার ভাণ্ডার, armoury. অস্ত্রাঘাত বি. অস্ত্রের আঘাত।

অস্ত্রাহত–বিণ. অস্ত্রের আঘাত পেয়েছে এমন, অস্ত্রের দ্বারা আহত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...