অসম্ভব

অসম্ভব [ asambhaba ] বিণ.
১. ঘটে না বা ঘটেনো যায় না এমন;
২. অদ্ভুত, বিষ্ময়কর (এ কী অসম্ভব কথা)।

বি. অস্বাভাবিক ঘটনা (অসম্ভবকে সম্ভব করা)।

[সং. ন + সম্ভব]।

অসম্ভাবনা–বি. সম্ভাবনার অভাব।

অসম্ভাবনীয়, অসম্ভাব্য–বিণ. ঘটবার সম্ভাবনা নেই এমন।

অসম্ভাবিত–বিণ. ঘটবে বলে ভাবা যায়নি এমন, অপ্রত্যাশিত, unexpected. 

অসম্ভাব্যতা–বি. সম্ভাবনার অভাব, অসম্ভাবনা।

অসম্ভূত–বিণ. ১. ঘটেনি এমন; ২. জন্ম হয়নি এমন, জন্মায়নি এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...