অশ্রু

অশ্রু [ aśru ] বি. চোখের জল।

[সং. √ অশ্ + রু]।

অশ্রুকণা–বি. চোখের জলের বিন্দু।

অশ্রুজল–বি. (বাং. প্র.) অশ্রু, চোখের জল (‘প্রফুল্ল কপোল বহি বহে অশ্রুজল’: বিহারী)।

অশ্রুপাত, অশ্রুবর্ষণ, অশ্রুমোচন–বি. চোখের জল ফেলা, ক্রন্দন, কাঁদা।

অশ্রুপূর্ণ–বিণ. চোখের জলে ভরা (অশ্রুপূর্ণ চোখ)।

অশ্রুবারি–বি. চোখের জল।

অশ্রুমুখী–বিণ. (স্ত্রী.) মুখ চোখের জলে ভেজা এমন; ক্রন্দনরতা।

অশ্রুরুদ্ধ–বিণ. চাপা কান্নায় রুদ্ধ, কান্নায় রুদ্ধ হয়েছে বা আটকে গিয়েছে এমন (অশ্রুরুদ্ধ কন্ঠ)।

অশ্রুসিক্ত–বিণ. চোখের জলে ভেজা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post