অল্প
অল্প [ alpa ] বিণ.
১. ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ);
২. একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত);
৩. লঘু (অল্পপ্রাণ); ৪. অনুদার, হীন (অল্পমতি);
৫. ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)।
সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)।
[সং. √ অল্ + প]।
বি. অল্পতা, অল্পত্ব।
অল্প জলের মাছ–বি.(আল.) ১. সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; ২. যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে।
অল্পের উপর দিয়ে যাওয়া–ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া।
অল্পজীবী (বিন্)–বিণ অল্পকাল বাঁচে এমন।
বি. অল্পজীবিতা।
অল্পজ্ঞ–বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট।
অল্পদর্শী (-র্শিন্)–বিণ. অদূরদর্শী।
অল্পপ্রাণ১বিণ. ১. অল্পায়ু, অল্প কাল বাঁচে এমন; ২. ক্ষুদ্রপ্রাণ, অনুদার; ৩. (ব্যাক.) ক্ষীণ শ্বাসযোগে উচ্চারিত।
অল্পপ্রাণ২বর্ণ প্রতি বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম বর্ণ এবং য র ল ব এই কয়টি বর্ণ অল্প শ্বাসযোগে উচ্চারিত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে।
অল্পবয়স্ক–বিণ. বয়স অল্প এমন, অল্পবয়সী।
অল্পবিদ্যা–বি. অগভীর জ্ঞান, সামান্য লেখাপড়া।
অল্পবিদ্যা ভয়ংকরী–সামান্য বিদ্যা খুব ক্ষতিকর কারণ এতে অহংকার জন্মে অথচ প্রকৃত পাণ্ডিত্য লাভ হয় না।
অল্পবিস্তর–বিণ. ক্রি. বিণ. মোটামুটিরকম; একটু-আধটু; কম-বেশী।
অল্পবুদ্ধি–বিণ. সামান্য বুদ্ধিসম্পন্ন; মন্দমতি; জড়বুদ্ধি।
অল্পভাষী (-ষিন্)–বিণ্. কম কথা বলে এমন।
অল্পমতি–বিণ. হীনচেতা, নীচ; বোকা অল্পবুদ্ধিসম্পন্ন।
অল্পস্বল্প–বিণ. একটু-আধটু।
অল্পাধিক–বিণ. কম-বেশি।
অল্পায়ু, অল্পায়ুঃ (-য়ুস্)–বিণ. অল্পকাল বাঁচে এমন।
অল্পাশয়–বিণ. হীনমতি; তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন।
অল্পাহার–বি. অল্প আহার, লঘু ভোজন।
বিণ. অল্প খায় এমন।
অল্পাহারী (-রিন্)–বিণ. কম খায় এমন।
অল্পে অল্পে–ক্রি-বিণ. ক্রমশ ধীরে ধীরে; সামান্যের উপর দিয়ে।