অরুণ

অরুণ [ araņa ] বি.
১. সূর্যের সারথি, গরুড়ের জ্যেষ্ঠ ভ্রাতা;
২. সদ্য উদিত সূর্য;
৩. উষাকালীন বা সন্ধ্যাকালীন সূর্যের দীপ্তি;
৪. রক্তের বর্ণ।

বিণ. রক্তবর্ণবিশিষ্ট; সদ্যউদিত সূর্যের কিরণে লাল (অরুণ উষা); আরক্ত, লাল।

[সং. √ ঋ + উণ]।

অরুণা–বিণ. (স্ত্রী.) রক্তবর্ণবিশিষ্টা।

বি. গরুড়ের ভগিনী।

অরুণবসন–বি. লাল রঙের বস্ত্র।

অরুণলোচন, অরুণনেত্র–বি. রক্তচক্ষু।

অরুণসারথি–বি. সূর্য।

অরুণিত–বিণ. রক্তের রঙে রঞ্জিত, লাল রঙে রাঙানো।

অরুণিম–বিণ. লাল আভাবিশিষ্ট।

অরুণিমা–বি. (স্ত্রী.) লালচে আভা; রক্তিমা।

অরুণোদয়–বি. সূর্যোদয়ের পূর্বমুহূর্ত, উষা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...