অম্ল

অম্ল [ amla ] বি.
১. রসবিশেষ;
২. টক স্বাদ;
৩. দ্রাবক, acid;
৪. অম্বল বা টকের ঝোল।

বিণ. টকো, টক স্বাদযুক্ত।

[সং. অম্ + ল]।

অম্লজান–বি. বায়ু ও জলের উপাদান এবং দহনক্রিয়া ও শ্বাসক্রিয়ার সহায়ক মৌলিক গ্যাস বিশেষ, অক্সিজেন। (ইং. Oxygen)।

অম্লতা–বি. অম্লযুক্ত বা অম্লধর্মী অবস্হা, acidity (বি. প.)।

অম্লপিত্ত–বি. যে রোগে পিত্তদোষে ভুক্ত বস্তু অম্লরসযুক্ত হয়।

অম্লমধুর–বিণ. মিষ্টি কিন্তু ঈষত্ টক স্বাদযুক্ত;  টক-মিষ্টি; (আল.) (কথা ইত্যাদি সম্পর্কে) মিষ্টি প্রলেপ দেওয়া কিন্তু ঝাঁঝালো (অম্লমধুর তিরস্কার)।

অম্লমিতি–বি. অম্লের পরিমাণ হিসাব করার বিদ্যা, acidimetry (বি.  প.)।

অম্লরাজ–বি. দুটি বিশেষ অম্ল বা সিডের সংমিশ্রণ, aqua regia (বি. প.)।

অম্লশূল–বি. অম্লের আধিক্যজনিত পেটের ব্যাথা।

অম্লাধিক্য–বি. অম্ল বা অম্বলের আধিক্য বা বৃদ্ধি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...