অভেদ

অভেদ [ abhēda ] বি. ভেদ পার্থক্য বা তারতম্যের অভাব; অভিন্নতা, ঐক্য (অভেদকল্পনা)।

বিণ. অভিন্ন, সদৃশ, এক রকমের; নির্বিশেষ বা তারতম্যহীন।

[সং. ন + ভেদ]।

অভেদাত্মা–বিণ. একাত্মা, এক মন এক প্রাণ এইরকম।

অভেদী (-দিন্)–বিণ. ভেদবুদ্ধি নেই এমন, ভেদভাবহীন, সমদর্শী।

অভেদ্য–বিণ.
১. ভেদ করা বা ছিদ্র করা যায় না এমন;
২. পার্থক্য নির্দেশ করা বা পৃথক করা যায় না এমন;
৩. প্রবেশ করা যায় না এমন, দুর্ভেদ্য (অভেদ্য অন্ধকার)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...