অভিলাষ

অভিলাষ [ abhi-lāşa ] বি. ১. বাসনা, কামনা, ইচ্ছা; লোভ; ২. অনুরাগ।

[সং. অভি + √ লষ্ + অ]।

অভিলষণীয়–বিণ. কামনা বা বাসনার যোগ্য, স্পৃহণীয়।

অভিলষিত–বিণ. বাঞ্ছিত, প্রার্থিত, চাওয়া হয়েছে এমন।

অভিলাষী (-ষিন্)–বিণ. ইচ্ছুক, কামনা করে এমন, পেতে চায় এমন।

স্ত্রী. অভিলাষিণী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...