অধোগতি
অধোগতি, অধোগমন [ adhō-gati, adhō-gamana ] বি.
১. নিম্নগতি, নীচের দিকে গতি;
২. হ্রাস;
৩. অবনতি, অধঃপতন;
৪. দুর্দশা;
৫. নরকে যাওয়া;
৬. (পরজন্মে) হীনতর দশাপ্রাপ্তি।
[সং. অধঃ+গতি, গমন]।
বিণ. অধোগত, অধোগামী।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...