অদৃষ্ট

অদৃষ্ট [ adṛṣṭa ] বিণ. দেখা যায়নি এমন; অদেখা; দেখা যায় না এমন।

বি. ভাগ্য, নিয়তি, দৈব (‘হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস’: রবীন্দ্র)।

[সং. ন+দৃষ্ট]।

অদৃষ্টের পরিহাস ভাগ্য বিড়ম্বনা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...