অজানা
অজানা–বিণ. অচেনা, জানা নয় এমন, অপরিচিত (অজানা পথের পথিক)।
বি.
১. অচেনা লোক, অপরিচিত ব্যক্তি; চেনা নয় এমন লোক বা বস্তু (‘কত অজানারে জানাইলে তুমি’: রবীন্দ্র);
২. অজ্ঞাত স্হান (‘মন যেতে চায় কোন অজানায়’: রবীন্দ্র; ‘ঝাঁপ দিয়ে পড় অজানিতের খোঁজে’: রবীন্দ্র)।
[সং. ন+বাং. জানা, জানিত]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...