অচল
অচল–বিণ.
১. গতিহীন, স্হির (অচলপ্রতিষ্ঠ);
২. অটল;
৩. অপ্রচলিত. অব্যবহার্য;
৪. বাতিল (অচল প্রথা);
৫. জাল, মেকি (অচল টাকা);
৬. নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার);
৭. যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্হা);
৮. পতিত (সমাজে অচল);
৯. অকেজো (অচল ঘড়ি);
১০. নিস্পন্দ (অচল নাড়ি)।
বি. পর্বত।
[সং. ন+চল]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...