অগ্নি
অগ্নি–বি.
১. যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক;
২. ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী;
৩. তেজ, শক্তি;
৪. পরিপাকশক্তি, ক্ষুধা;
৫. জ্বালা (ক্রোধাগ্নি)।
[সং. √ অগ্ + নি]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...