অগত্যা
অগত্যা–অব্য.ক্রি-বিণ.
১. অন্য গতি বা উপায় নেই বলে, উপায়ান্তর না থাকায় (অগত্যা রাজি হলাম, অগত্যা এই উপদ্রব সহ্য করলাম, অগত্যা নীরব রইলাম);
২. বাধ্য হয়ে;
৩. কাজেকাজেই।
[সং. ন+গতি+তৃতীয়ার এক বচনান্ত রূপ]।
সমার্থক শব্দঃ
- বাধ্য হয়ে
- শেষে
- উপায় না দেখে
- নিরুপায় হয়ে
- অন্য উপায় না থাকায়
- অনন্যোপায় হয়ে
- উপায়ন্তর না দেখে
- কাজেকাজেই
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...