শিব
শিব [ śiba ] বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ।
☐ বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর।
[সং. √ শী + ব]।
শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা।
শিবচতুর্দশী বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী।
শিবজ্ঞান বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র।
শিবত্ব বি. শিবের চরিত্র ও ব্যক্তিত্ব।
শিবত্ব. প্রাপ্তি বি. মৃত্যু।
শিবনেত্র বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি।
শিবপুরী, শিবলোক বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী।
শিবপ্রিয়া বি. দুর্গাদেবী।
শিববাহন বি. বৃষ, ষাঁড়।
শিবরাত্রি বি. শিব চতুর্দশীর রাত্রি।
শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর।
শিবলিঙ্গ বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি।
শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান।
শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী।
শিবানী বি. (স্ত্রী.) দুর্গা।
শিবানুচর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ।
শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী।
শিবেতর বি. অশুভ, অমঙ্গল।
শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন।