শান্তি
শান্তি [ śānti ] বি.
1 শমগুণ, প্রশান্তি, উদ্বেগহীনতা, স্হিরতা (মানসিক শান্তি);
2 লালসাহীনতা, নিস্পৃহতা, বাসনা কামনার দমন, প্রবৃত্তিদমন (লোভের শান্তি, ক্রোধের শান্তি);
3 উপশম, নিবৃত্তি (রোগের শান্তি);
4 উপদ্রবহীনতা (শান্তিরক্ষা, আপদের শান্তি);
5 অবসান (যুদ্ধের শান্তি);
6 যুদ্ধাবসান (শান্তিস্হাপন);
7 কল্যাণ (শান্তিস্বস্ত্যয়ন);
8 বিশ্রাম (শান্তিলাভের জন্য শয়ন)।
[সং. √ শম্ + তি]।
শান্তিজল বি. শান্তির জন্য মন্ত্রপূত জল যা উপাসকদের কল্যাণকামনায় তাদের দেহে ছিটানো হয়।
শান্তিপাঠ বি. শান্তিকামনায় মন্ত্রাদি পাঠ।
শান্তিপ্রিয় বিণ. (স্বভাবত) নিরুপদ্রবে থাকতে ভালোবাসে এমন।
শান্তিরক্ষক বিণ. শান্তি রক্ষা করে এমন।
☐ বি. কোতোয়াল; পুলিশ।
শান্তিরক্ষা বি. (প্রধানত সাধারণের জীবন) উপদ্রব থেকে রক্ষা; পুলিশের কাজ; বিবাদ বিসংবাদ ইত্যাদি হতে না দেওয়া।
শান্তিস্হাপন বি. যুদ্ধাদির অবসান করে সন্ধিস্হাপন।
শান্তিস্বস্ত্যয়ন বি. রোগ-উপদ্রবাদির অবসানকল্পে দেবার্চনা।