শরীর

শরীর [ śarīra ] বি.
১. দেহ;
২. মূর্তি, কায়া।

[সং. √ শৃ + ঈর]।

শরীরগত বিণ.
১. শরীরসম্বন্ধীয়, শারীরিক, দেহস্হ;
২. শরীরের অভ্যন্তরস্হ।

শরীরচর্চা বি. শরীর সুস্হ ও সবল রাখার জন্য ব্যায়াম ইত্যাদি।

শরীরজ বিণ. শরীর থেকে উত্পন্ন, দেহজাত। শরীর পাত করা ক্রি. বি. অত্যধিক পরিশ্রম করে শরীরকে দুর্বল ও ক্ষয় করা।

শরীরী (-রিন্) বিণ.
১. দেহধারী, দেহবিশিষ্ট, মূর্ত (শরীরী রূপ);
২. দেহী;
৩. প্রাণী;
৪. মানুষ;
৫. জীবাত্মা।

তু. অশরীরী।

স্ত্রী. শরীরিণী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...