নাট

নাট [ nāṭa ] বি.
১. নৃত্য, নাচ;
২. অভিনয় (নাটমঞ্চ);
৩. লীলা (‘সাক্ষাত্ ঈশ্বর তুমি, কে বুঝে তোমার নাট’:চৈ. চ);
৪. রঙ্গকৌতুক (‘দেখিতে আইনু নাট’: ভা. চ.);
৫. রঙ্গমঞ্চ (‘ধন্য হরি ভবের নাটে’)।

[সং. √ নট্ + অ]।

নাটমন্দির বি. দেবমন্দিরের সম্মুখস্হ যে ঘরে নৃত্যগীত হয়।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...